English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৯:২০

উন্নতির পথে এগুচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
উন্নতির পথে এগুচ্ছে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের ডেপুটি স্পীকার জিয়ন কাব ইয়ন বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে সর্বক্ষেত্রে উন্নতির পথে এগুচ্ছে। অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি শক্ত অবস্থানে উন্নীত হবে।

গত সোমবার নগরীর হোটেল রেডিসন ব্লুতে দক্ষিন কোরিয়ার অনারারি কনসাল ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এর সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে এ প্রতিনিধি দলটি চট্টগ্রামে আসেন এবং রাতেই ঢাকা ফিরে যান।

এসময় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং ডু, পার্লাামেন্টের সদস্য (এমপি) চোই বং হং ও সন ইন চুনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়ন কাব ইয়ন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে সর্বক্ষেত্রে উন্নতির পথে এগুচ্ছে। অদূর ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি শক্ত অবস্থানে উন্নীত হবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। আগামীতে এই সম্পর্ক যাতে আরও ঘনিষ্ঠ করা যায় এজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

প্রতিনিধি দলকে বাংলাদেশে আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ মহসিন বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসময় তিনি প্রতিনিধি দলের সফরের মাধ্যমে বিষয়টি আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করে বলেন, দু’দেশের সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে দুদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রতীয়মান। আমরা অদূর ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার আরও ভাল বন্ধু হতে পারবো।