English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৪০

রাশিয়ার বিমান হামলায় নিহত ৪২

নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ার রাকা প্রদেশে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। দিয়ের-আল-জোর শহরে আইএস হামলার ঠিক একদিন পরেই রাশিয়া এ বিমান হামলা চালায়। সূত্র- আলজাজিরা।

আইএস অধ্যুষিত এলাকা রাকা শহরটিতে বর্তমানে প্রায় ৩ লাখ মানুষ বাস করে। ২০১৪ সালে আইএস রাকা শহরকে তাদের রাজধানী ঘোষণা করে। গণমাধ্যম কর্মী গারিব-আল-ওমায়ি রবিবার আলজাজিরাকে বলেন, ‘রবিবার রাশিয়া যে এলাকাটি বোমা ফেলেছে সেটি আইএস ঘাঁটি নয়। সেটার বেশিরভাগই আবাসিক এলাকা।’ তিনি আরও বলেন, ‘দুটি হাসপাতালেও বোমা হামলা চালানো হয়েছিল। বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে সেই ঘটনায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে, বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।  এদের মধ্যে ৮ জন শিশু। রেস্টুরেন্ট এবং দোকানকে লক্ষ্য করে সেই হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’ তাদের রিপোর্টে কোনো ধরনের বিমান হামলার খবর প্রচার করেনি। কিন্তু এক বিবৃতিতে জানায়, আইএস ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা মধ্যপ্রাচ্যে।