English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৯:১৫

কেজরিওয়ালের মুখে কালি!

অনলাইন ডেস্ক
কেজরিওয়ালের মুখে কালি!

 

 

দিল্লীর রাজপথে প্রস্তাবিত জোড়-বিজোড় গাড়ি পরীক্ষার সাফল্য নিয়ে রবিবার যখন ‘ধন্যবাদসূচক’ সভায় বক্তৃতা দিচ্ছিলেন অরবিন্দ কেজরীওয়াল, সেই সময় এক তরুণী এই আলোচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কালি ছুঁড়ে মারেন।  এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিহিত করেছে কেজরীবালের দল আম আদমি পার্টি।

ভিডিওতে দেখা গিয়েছে, কেজরীওয়াল যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় এক তরুণী প্রথমে কিছু কাগজ তার উদ্দেশ্যে ছোঁড়েন। এরপরই কালি নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে কালি ছিটিয়ে দেন। কালির কিছুটা কেজরীবালের মুখে ও জামায় গিয়ে লাগে। কিছুটা লাগে তাঁর পাশে দাড়িয়ে থাকা লোকজনের।

মহিলা দাবি করেন, তিনি আপের অধীনস্থ আম আদমি সেনার পাঞ্জাব ইউনিটের সদস্য। তাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।  তবে কেজরীওয়াল মহিলাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ওই মহিলা সিএনজি কেলেঙ্কারি সংক্রান্ত কিছু কাগজপত্র পেশ করতে এসেছিলেন। পরে কেজরীওয়াল নির্দেশে ওই তরুণীর কাছ থেকে কাগজগুলি সংগ্রহ করে পুলিশ।

এদিকে এই ঘটনার জন্য দিল্লি পুলিশের ব্যর্থতাকে দায়ী করে তীব্র প্রতিক্রিয়া জানান উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া। তার প্রশ্ন, পুলিশ কেন সেই তরুণীর কালি না ছেঁটানো পর্যন্ত অপেক্ষা করল? এই প্রসঙ্গেই তিনি ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন। তার দাবি, এসব করে তারা (বিজেপি) কেজরীওয়ালের ক্যাবিনেটের ওপর হামলা করতে চাইছে।