English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:২০

সিরিয়ায় শিশু-মহিলাসহ ২৮০ জনকে হত্যা করেছে আইএস

অনলাইন ডেস্ক
সিরিয়ায় শিশু-মহিলাসহ ২৮০ জনকে হত্যা করেছে আইএস

সিরিয়ার পূর্ব প্রদেশ দেইর-আল-জৌরের কাছে আল-বুঘাইলিয়েতে গণহত্যা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। ২৮০ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে তারা। তাদের মধ্যে বেশিরভাগই শিশু, মহিলা ও বৃদ্ধ। টিভি চ্যালেন আল-মায়াদিনকে এই হত্যালীলার খবর জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। জানা গেছে, বহু আত্মঘাতী বোমারু সিরিয়ার সেনাবাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়ে। আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। এর ফলে বিস্ফোরণে মৃত্যু হয় ২৮০ জনের। এই খবর প্রকাশিত হয়েছে সিরিয়ার স্টেট নিউজ এজেন্সি ‘সানা’-তেও। এর আগে সিরিয়ায়  ব্রিটেনের এক পর্যবেক্ষণকারী দল জানিয়েছিল, শনিবার ৭৫ সিরিয় সেনাকে হত্যা করেছে আইএস। সম্প্রতি রামাদিতে ইরাকি বাহিনীর কাছে হেরে যায় আইএস জঙ্গিরা। এই ঘটনায় যোদ্ধাদের প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে মারে জঙ্গি সংগঠন আইএসআইএস। ওই যোদ্ধারা ইরাকি বাহিনীর আক্রমণে পিছু হঠে আইএসের শক্ত ঘাঁটি মোসুলে পালিয়ে আসে।যোদ্ধাদের এই ব্যর্থতা মেনে নিতে পারেনি আইএসের কর্তাব্যক্তিরা। তাই হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয় তাদের। এরপর দেইর-আল-জৌর সহ ইরাকি সীমান্তে দখল নেওয়ার চেষ্টা করে আইএস। সেখানেই ইরাকি সেনার মধ্যে মিশে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা।