English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১১:৫০
উদ্ধার করা হয়েছে ৬৫ জন জিম্মিকে

বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলায় নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলায় নিহত ২০

বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ২০জন নিহত হয়েছে। পরে হোটেলে অভিযান চালিয়ে জিম্মি করে রাখা অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে।  

বিভিন্ন সংবাদের বরাতে জানা গেছে, বুরকিনা ফাসোর প্লেনডিড হোটেলে শুক্রবার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।  এ হামলায় আল-কায়েদা চালিয়েছে বলেও সূত্রগুলো বলছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঔগাদৌগুর প্লেনডিড নামক হোটেলটিতে মুখোশ পরে হামলা চালায় আক্রমণকারী  এই  বন্দুকধারীরা। হোটেলটির বাইরে গাড়িবোমা বিস্ফোরণের পর হোটেলে অবস্থানকারী অনেককে জিম্মি করা হয়।

দেশটিতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলটির কিছু অংশে আগুন ধরে গেছে। ছবিতেও সেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গেছে।

হাসপাতাল প্রধান রবার্ট সানগেরে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা প্রথমে ক্যাপ্পুসিনো ক্যাফেতে প্রবেশ করে। ক্যাফেটি জাতিসংঘ কর্মী ও পশ্চিমাদের ব্যবহৃত হোটলটির কাছেই অবস্থিত। ক্যাফেটিতে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সেটির এক কর্মী।