English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৩

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন আসন্ন : আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন আসন্ন : আমেরিকা

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার আরাক পরমাণু স্থাপনার মূল চুল্লি বন্ধ করে দিয়েছে বলে নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এ খবর নিশ্চিত করে বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের দিন ঘনিয়ে এসেছে। এর একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, আরাক পরমাণু চুল্লি থেক ভারী পানি সরিয়ে ফেলেছে ইরান এবং এটির মধ্যে কংক্রিট ঢুকিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তাকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করেন কেরি।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বৃহস্পতিবার জানিয়েছিলেন, আরাক পরমাণু চুল্লি সিলগালা করে দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা বিষয়টি পরীক্ষা করে ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। তিনি জানান, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নের দিন-ক্ষণের জন্য অপেক্ষা করছে এবং ওই দিন থেকেই তেহরানের ওপর পাশ্চাত্যের চাপিয়ে দেয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

গত বছরের ১৪ জুলাই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু সমঝোতা সই করে ইরান। ওই সমঝোতা বাস্তবায়নের শর্ত হিসেবে আরাক ভারী পানির চুল্লি বন্ধ করে দেয়ার কথা ছিল।

ওই সমঝোতায় ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় থাকে। তবে সমঝোতায় পাশ্চাত্যের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করতে রাজি হয়। ওই সীমাবদ্ধতার আওতায় আরাক পরমাণু স্থাপনার মূল চুল্লি বন্ধ করে দিয়েছে ইরান।