English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ২০:৩০

'জাকার্তায় হামলা করেছে আইএস'

অনলাইন ডেস্ক
'জাকার্তায় হামলা করেছে আইএস'

ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় ধারাবাহিক বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনার পেছনে ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ। জাকার্তা পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, 'সিরিয়ায় আইএসের সদস্য ইন্দোনেশিয়ার নাগরিক বাহরুন নাইমের পরিকল্পনায় এ হামলা।'

আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা 'আমাক' এক প্রতিবেদনে জানায়, ইসলামিক স্টেট বৃহস্পতিবার সকালে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল জাকার্তায় অবস্থানরত বিদেশিরা। বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একাধিক বিস্ফোরণ ও গোলাগোলির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন নিহতের খবর পাওয়া যায়। এরমধ্যে পাঁচ হামলাকারী রয়েছেন। বাকী দুজনের মধ্যে একজন নেদারল্যান্ডসের নাগরিক বলে জানান দেশটির নিরাপত্তা মন্ত্রী লুহুত পাঞ্জাইতান। হামলার এসব ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো।

 
ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করে যে এটি একটি বোমা হামলার ঘটনা। তবে এ হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, হামলাস্থলে আর কোনো আক্রমণকারী নেই। এর আগে নিরাপত্তার কথা বিবেচনা করে জাকার্তার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের আহ্বান জানানো হয়। 
সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স