English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১১:৪৭

জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের উপকূলে ছয় দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে  সাগরের তলদেশে হওয়া এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্যমতে, ভূমিকম্পের কারণে সমুদ্র পৃষ্ঠে সামান্য পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সুনামিজনিত কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে।

২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে নয় মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক সুনামির সৃষ্টি হয়।ওই ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ভয়াবহ নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটে। ভূমিকম্পটি জাপানের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল।