English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১১:০৭

জাকার্তায় পুলিশ চেকপোস্টে বোমা হামলা

অনলাইন ডেস্ক
জাকার্তায় পুলিশ চেকপোস্টে বোমা হামলা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশ চেকপোস্টে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। কারা এই হামলা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

 
 
 
 
 
 
 
 
পুলিশ  স্টেশনের বাইরে গোলাগুলি শোনা যাচ্ছে বলে জানিয়েছে আর বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্টের বাসভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছে একটি সংযোগস্থলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীকালে গুলির শব্দও শোনা গেছে। এছাড়া প্রাথমিক এ বিষয়ে পুলিশ বা কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।