English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৬

মুসলিম-বিদ্বেষ রাজনীতিকদের ভুল: ওবামা

অনলাইন ডেস্ক
মুসলিম-বিদ্বেষ রাজনীতিকদের ভুল: ওবামা

আজ বুধবার স্টেট অব ইউনিয়নে প্রেসিডেন্ট  বারাক ওবামা তার শেষ বক্তৃতায় বলেছেন মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করা এবং প্রকাশ করা রাজনীতিকদের বড় ভুল। তারা আমেরিকাকে বিশ্ব থেকে আলাদা করে ফেলছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেও তার নাম উল্লেখ করেননি ওবামা। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ঘোষণায় যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বের করে দেয়ার কথা বলেছিলেন। প্রেসিডেন্ট ওবামা বলেন মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করলে সেটা আমাদের জন্য নিরাপদ হবে না। এটা একটা ভুল পদক্ষেপ। মুসলিম বিদ্বেষের কারণে সারা বিশ্বের কাছে মার্কিনীরা ছোট হচ্ছে। তিনি বলেন, যারা এসব করছে তারা আমেরিকার নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে।

জাতির উদ্দেশ্যে বারাক ওবামা বলেন, যেসব রাজনীতিবিদ ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে কোন জনগোষ্ঠীকে টার্গেট করছে তাদেরকে বর্জন করুন। ধর্ম কোন রাজনৈতিক ইস্যু হতে পারে না। ইসলামী জঙ্গিগোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে চলমান যৌথ সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে ওবামা বলেন এই সন্ত্রাসীরা সাধারন জনগনের জন্য ‘বিপদজনক’ এবং ‘মৃত্যুর দূত’। এদের প্রতিহত করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে দেয়া হয়েছে। অচিরেই তাদের সমূলে উৎপাটন করা হবে। আইএস আমেরিকার জন্য বড় হুমকি নয়। সবশেষে প্রেসিডেন্ট ওবামা বলেন, যারা আমাদের দেশের আইন মানবে, আমাদের সংস্কৃতি-ঐতিহ্য মেনে চলবে এবং কঠোর পরিশ্রম করবে তাদেরকে আমেরিকায় স্বাগত না জানানোর কোন কারন নেই।

সূত্র: ইনডিপেন্ডেনট