English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১০:৪০

পারস্য উপসাগরে মার্কিন নৌযান আটক করেছে ইরান

অনলাইন ডেস্ক
পারস্য উপসাগরে মার্কিন নৌযান আটক করেছে ইরান

পারস্য উপসাগরে ইরানি জলসীমায় প্রবেশ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের দশ নাবিকসহহ দুটি পেট্রোল বোট আটক করেছে তেহরান।  যুক্তরাষ্ট্র অবশ্য বলছে কুয়েত ও বাহরাইনের মাঝামাঝি এলাকায় সাগরে প্রশিক্ষণে থাকার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে নৌযান দুটি ইরানের জলসীমায় ভেসে যায়। ইরান নৌযান ও নাবকিদের ফেরত দেবে বলে জানিয়েছে। তাদের আপাতত রাখা হয়েছে ফার্সি দ্বীপে। খবর বিবিসির।

বিবিসির তথ্যমতে, ওয়াশিংটন জানিয়েছে নৌযান দুটি কুয়েত থেকে বাহরাইনে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে, মার্কিন নাবিকদের ইরানি জলসীমায় ঘোরাফেরা করতে দেখে রেভোল্যুশনারি গার্ড তাদের আটক করে। আটকদের মধ্যে নয়জন পুরুষ, একজন নারী।ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করেন। তখন ইরানিরাই নাবিকদের ‘নিরাপদে’ থাকার তথ্য জানায়। বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

উল্লেখ্য যে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির পরও এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।