English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ২১:৩২

নতুন প্রজন্মের পরমাণু বোমা বানাচ্ছে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মের পরমাণু বোমা বানাচ্ছে আমেরিকা

‘বাজারে’ একেবারে ‘নতুন প্রজন্মে’র পরমাণু বোমা আনছে ওয়াশিংটন! আকারে অনেকটাই ছোট। তবে ডানাওয়ালা। একটা নয়, চার-চারটি ডানা। যে ডানাগুলোকে ইচ্ছে মতো ঘোরানো যাবে। বাঁকানো-চোরানো যাবে। পর পর ১২টা স্কেলকে সাজিয়ে রাখলে লম্বায় যতটা হয়, নতুন মার্কিন বোমা ওই টুকুই। ১১.৮ ফুট।

ঢিলের বদলে পাটকেল, নাকি পাটকেলের বদলে ঢিল? উত্তর কোরিয়াকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। হাইড্রোজেন বোমার জবাবে পরমাণু বোমা। আকারে ছোট ছোট। কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। লক্ষ্যে আঘাত হানার ব্যাপারে আরও বেশি নিখুঁত।