English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৬:০৮

ইস্তাম্বুলের পর্যটনকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
ইস্তাম্বুলের পর্যটনকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ১০

তুরস্কের ইস্তাম্বুল শহরে ভয়াবহ বোমার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। তবে রাশিয়ার গণমাধ্যম আরটি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছে। বিস্ফোরণের কারণে আশপাশের বেশকিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।  

ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলের সুলতান আহমেদ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ। সুলতান আহমেদ এলাকাটি হচ্ছে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং বিস্ফোরণটি একদল পর্যটকের কাছেই সংঘটিত হয়েছে। এ এলাকাতে রয়েছে ব্লু মসজিদ ও হাজিয়া সোফিয়া। তবে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায় নি।

ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর এবং এর আগেও সেখানে বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়া ইস্যু এবং তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযানের কারণে দেশটি সম্প্রতি অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে।