English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১২:৫৩

জাকারবার্গ কন্যার ভ্যাক্সিন দেয়া নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক
জাকারবার্গ কন্যার ভ্যাক্সিন দেয়া নিয়ে বিতর্ক

সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একমাত্র মেয়ে ম্যাক্সিমা জাকারবার্গের বেশ কিছুদিন কেটে গেছে পৃথিবীতে।  সম্প্রতি চিকিৎসকের কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলেন ভ্যাক্সিন দিতে। জানুয়ারির আট তারিখে এ বিষয়ে'ডক্টরস ভিজিট- টাইম ফর ভ্যাক্সিনেশন' শিরোনামে একটি ছবিও পোস্ট করেছেন নিজের ফেসবুক একাউন্টে। সেই ছবি দেখেই চটেছেন ভ্যাক্সিন বিরোধী জনতা। পৃথিবীতেঅসংখ্য মানুষ শিশুদের ভ্যাক্সিন দেয়ার বিরুদ্ধে । তারা সবাই মিলে পোস্টটিতে ভ্যাক্সিন দেয়ার বিরুদ্ধে মন্তব্য করে চলছেন।

তাদের মতে, এত কম বয়সে যে ভ্যাক্সিন দেয়া হরে তাতে শিশুদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। এর ফলে শিশুদের অটিজম, এনসেফালিটিস, মস্তিষ্কে ক্ষত ইত্যাদির  ঝুঁকি বেড়ে যায়। পরবর্তিতে অ্যাজমা, অ্যালার্জি, বাইপোলার ডিজিস, এসপিডি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। সদ্যজাত শিশুদের নিউরোটক্সিন দিয়ে সুস্থ রাখার বিষয়টিকে তারা 'বিরক্তিকর বিজ্ঞান' হিসেবে দেখেন।

উল্লেখ্য যে, ১৯৯৮ সালে 'দ্য ল্যানসেট'-এ প্রকাশিত ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী ড. অ্যান্ড্রু ওয়েকফিল্ড এক গবেষণা প্রতিবেদনে বলেন, ভ্যাক্সিনেশন পদ্ধতি শিশুদের স্বাভাবিক পরিপাক ক্রিয়া নষ্ট করে দেয়। এই গবেষণাপত্র প্রকাশের অভিযোগে তার লাইসেন্স বাতিল করা হয়।