English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৯:০০

বাজারে আসতেই নিঃশেষিত হিটলারের আত্মজীবনী

নিজস্ব প্রতিবেদক
বাজারে আসতেই নিঃশেষিত হিটলারের আত্মজীবনী

বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিঃশেষ অ্যাডলফ হিটলারের আত্মজীবনী ‘মেইন ক্যাম্ফ’-এর নতুন সংস্করণ। গত শুক্রবার বইয়ের দোকানগুলিতে আসে ‘মেইন ক্যাম্ফ’। কিন্তু সঙ্গে সঙ্গেই সেগুলি ফুরিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম হিটলারের আত্মজীবনীর নয়া সংস্করণ প্রকাশিত হল। নতুন সংস্করণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইহুদি সম্প্রদায়। এমনকি এক ব্রিটিশ ইতিহাসবিদের সতর্কবাণী, এর ফলে প্রাক্তন স্বৈরশাসকের উন্মত্ত অসংলগ্ন বক্তব্যকে সাহিত্যের মণিমুক্তো হিসেবে গণ্য করারও সম্ভাবনা এর ফলে তৈরি হতে পারে। নতুন সংস্করণের দাম ৫৯ ইউরো। প্রাথমিকভাবে ৪০০ টি প্রিন্ট প্রকাশের কথা ছিল। কিন্তু অগ্রিম অর্ডারই এসেছে প্রায় চারগুণ, ১৫ হাজার। চাহিদা এতটাই বেশি যে, বার্লিনের সবচেয়ে বড় বইয়ের দোকান ডাসমান দুপুরের মধ্যেই তাদের ডিসপ্লে কপিটা পর্যন্ত বেচে দিতে বাধ্য হয়। বইটির নতুন সংস্করণ প্রকাশ করেছে ইন্সস্টিটিউট অফ কনটেম্পোরারি হিস্ট্রি ইন মিউনিখ। চাহিদা এতটাই বেশি যে, অনলাইনে চড়া দামে বইটি বিক্রি করে দিতে চেয়েছেন এক ব্যক্তি।অ্যামাজন ডট ডে-তে প্রায় ১০ হাজার ইউরোতে বইটি বিক্রির জন্য পোস্ট করা হয়েছে। ১৯২৩-এ সামরিক অভ্যুত্থাণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর জেলে বসে বইটি লিখেছিলেন হিটলার। এই বই থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়কের উগ্র জাতীয়তাবাদ, জাতিবিদ্বেষী এবং কমিউনিস্ট বিরোধী নীতীর পরিচয় পাওয়া যায়। হিটলারের মৃত্যুর পর বইটির কপিরাইট ছিল ব্যাভেরিয়ার। কিন্তু তারা নতুন সংস্করণ এতদিন প্রকাশ করেনি। সম্প্রতি ৭০ বছরের ওই কপিরাইটের অবসান ঘটেছে। ইন্সস্টিটিউট অফ কনটেম্পোরারি হিস্ট্রি-র ডিরেক্টর বলেছেন, ইউরোপে ফের মাথাচাড়া দিচ্ছে উগ্র দক্ষিণপন্থার। এমন একটা সময়ে জাতীয়তাবাদী সমাজতন্ত্র ও এর তীব্র জাতি বিদ্বেষের চালিকাশক্তিগুলি সম্পর্কে নতুন করে গবেষণার প্রয়োজন রয়েছে। ১,৯৪৮ পৃষ্ঠার নতুন এই সংস্করণটি প্রকাশ করতে সময় লেগেছে তিন বছর।এতে রয়েছে সাড়ে তিন হাজার টিকা।