English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৪

নিজের গর্ভে নাতনির জন্ম দিলেন নানী

অনলাইন ডেস্ক
নিজের গর্ভে নাতনির জন্ম দিলেন নানী
ছবি : সংগৃহিত

একই সঙ্গে মাও হলেন, আবার নানীও  হলেন। এমন ঘটনা শুনেছেন কি আগে? আধুনিক বিজ্ঞান সম্ভব করে দেখালো সেটাই। নিজের গর্ভে নিজেরই নাতনির জন্ম দিলেন ৫৪ টেক্সাসের ৫৪ বছরের ট্রেসি থম্পসন।

বহু দিন ধরেই সন্তান চাইছিলেন ট্রেসির মেয়ে কোল ম্যাককিসাক। তিন বার আইভিএফ করান ২৮ বছরের ম্যাককিসাক। কিন্তু প্রতিবারই গর্ভপাত হয়ে যায়। উপায় না দেখে মায়ের কাছেই সাহায্য চেয়েছিলেন কোলে। জানালেন, মা আমাকে জীবনের সেরা উপহার দিয়েছে।

অন্যদিকে ট্রেসি জানান, আমি ভয় পাচ্ছিলাম। আমার মেয়ে-জামাইয়ের জন্য সন্তানের জন্ম দিতে পারব কিনা। ওদের আবেগ, যন্ত্রণা পুরোটাই চোখের সামনে দেখেছি। আমি ব্যর্থ হতে চাইনি।

গত ৬ জানুয়ারি টেক্সাসের দ্য মেডিক্যাল সেন্টার অফ প্লেনোতে ফুটফুটে নাতনি কেলসি ম্যাককিসাকের জন্ম দেন দিদা ট্রেসি।