English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৫:২৮

সিরিয়ায় অনাহারীদের বাঁচাতে সাহায্য দিচ্ছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক
সিরিয়ায় অনাহারীদের বাঁচাতে সাহায্য দিচ্ছে জাতিসংঘ
ফাইল ছবি

সিরিয়ার অনাহারী মানুষকে বাঁচাতে সেখানে সাহায্য পাঠাচ্ছে জাতিসংঘ। সরকার নিয়ন্ত্রিত একটি শহরে এই সাহায্য দিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। কয়েকদিন আগেই খবর বের হয়, সিরিয়ার বিভিন্ন এলাকায় অনাহারে মারা যাচ্ছে মানুষ। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র মালিসা ফ্লেমিং বিবিসিকে বলেন, আমরা বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমি এটুকু নিশ্চিত করতে পারি আমাদের মানবিক সাহায্যে বহর দ্রুতই সেখানে পৌঁছাবে (স্থানীয় সময় সোমবার সকালে পৌঁছেছে)।

সাহায্যের একটি বহর লেবানন সীমান্তবর্তী মাদায়া শহরে প্রবেশের জন্য বোরবার থেকে অপেক্ষায় রয়েছে। সরকার এবং জাতিসংঘের মধ্যে সমযোতা হওয়া পরও কেন দেরি হচ্ছে তার কারণ এখনো জানা যায়নি। তবে এই ঐক্যমত্য সংঘাতে জড়িত উভয়পক্ষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট।

গণমাধ্যমে খবর বের হয় মাদায়ার প্রায় ৪০ হাজার মানুষ ক্ষুধা নিবারণে বেড়াল, কুকুর ও ঘাস খাচ্ছে। গত বছর জুলাইতে লেবানিজ মিত্র হিজবুল্লাহর সাহায্যে মাদায়া নিজেদের দখলে নেয় সিরিয়ান সরকার।

সিরিয়ার ১৫টি অঞ্চলে প্রায় ৪ লাখ মানুষ জীবনরক্ষার মতো গুরুত্বপূর্ণ সাহায্য পায় না। এর মধ্যে প্রায় ৪৫ লাখ মানুষ সিরিয়ার এমন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে যেখানে পৌঁছানো অনেক কঠিন।

চলতি বছরের মার্চে সিরিয়া সংঘাতের পাঁচ বছর পূর্ণ হবে। জাতিসংঘের হিসেব মতে, এই সময়ে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ১ কোটি ১০ লাখ মানুষ।

গত সপ্তাহে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, ২০১৫ সালেই ৫৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩০ হাজারই বেসামরিক মানুষ।