English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১২:১৩

ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে খুন!

অনলাইন ডেস্ক
ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে খুন!

একবিংশ শতাব্দীতেও কিছু মানুষ সভ্যতা থেকে অনেক দুরে কুসংস্কারাচ্ছন্ন সমাজে বসবাস করে। বিজ্ঞানের আলো তাদের কাছে পৌঁছায় না, পৌছলেও তারা সেটা গ্রহণ করতে চায়না। যেমনটা ঘটল ভারতের একটি গ্রামে।ভারতের পিংলার কুসুমদা নামক গ্রামে  ডাইনি অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে। বৃদ্ধার আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগের তীর । শনিবার রাত থেকে নিখোঁজ হয়েছেন হাঁসদা নামের ঐ বৃদ্ধা। বৃদ্ধার দেবর ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে খুনের কথা জানতে পারে পুলিস।  তাদেরই এক আত্মীয়ার মৃত্যুর জন্য হাঁসদাকেই দায়ী করেছিল কুসংস্কারাচ্ছন্ন পরিবারের অন্য সদস্যরা। শনিবার রাতে এ বিষয়ে বিচারসভা  বসে। সালিশীতে হাঁসদাকে দোষী সাব্যস্ত করা হয়। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান হাঁসদা। উদ্ধার হয় তাঁর রক্তমাখা চাদর। জানা গিয়েছে দেওরের দুই ছেলে গ্রামবাসীদের নিয়ে ওই বৃদ্ধাকে খুন করেছে। ঘটনাস্থলে পুলিশ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েও বৃদ্ধার লাশ খুঁজে পায়নি। তার দেবরের ছেলেরাও পলাতক।