English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৪

ওবামার কুকুর অপহরণ করতে গিয়ে ধরা পড়লো কেনেডি পুত্র!

অনলাইন ডেস্ক
ওবামার কুকুর অপহরণ করতে গিয়ে ধরা পড়লো কেনেডি পুত্র!
বো-সানি

বো আর সানি। এক জন কালো-সাদা। আর অন্য জন মিশমিশে কালো। হোয়াইট হাউসের বাসিন্দাদের চোখের মণি এরা। ওবামা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাঝেমধ্যেই এই দুই ‘সেলিব্রিটি’র দেখাও মেলে। আর এই দুই পোষ্যের মধ্যে এক জনকেই কিনা অপহরণ করার ছক কষেছিল এক ব্যক্তি! যে আবার নিজের পরিচয় দিচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও হলিউডের অভিনেত্রী মেরিলিন মনরোর অবৈধ সন্তান হিসেবে!

পোষ্য অপহরণের জন্য আটঘাট বেঁধে কাজেও নেমেছিল উত্তর ডাকোটার বাসিন্দা স্কট স্টকার্ট। কিন্তু আগেই খবর পেয়ে ওয়াশিংটনের হ্যাম্পটন ইন থেকে তাকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। স্কটের সঙ্গে একেবারে অস্ত্রবোঝাই গাড়ি দেখে তাজ্জব তাঁরা।

স্কটকে জেরা করতে গিয়েও বেগ পেতে হয়েছে গোয়েন্দাদের। কখনও নিজেকে যিশু খ্রিষ্ট বলে পরিচয় দিয়েছে সে। কখনও বলেছে সে কেনেডি ও মনরোর অবৈধ সন্তান। শেষ পর্যন্ত অবশ্য স্কট স্বীকার করেছে, সে ওবামার একটি পোষ্যকে অপহরণ করতেই ওয়াশিংটনে এসেছিল। স্কট মনোরোগী বলেই প্রাথমিক ভাবে মনে করছেন গোয়েন্দারা। তার প্রাক্তন স্ত্রীও বলেছেন, ‘‘স্কট বাইপোলার ডিসঅর্ডার ও স্কিৎজোফ্রেনিয়ার শিকার। আমার মনে হয় ছ’মাস ধরে ওর কোনও চিকিৎসা হয়নি।’’

হোয়াইট হাউসের অনেক বাসিন্দার পোষ্যই সেলিব্রিটির তকমা পেয়েছে। মজার ব্যাপার হল, ওবামার পোষ্য পর্তুগিজ ওয়াটার ডগ প্রজাতির বো-র সঙ্গে কেনেডি পরিবারের যোগ রয়েছে। বারাক ওবামা প্রথম বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে মেয়েদের একটি কুকুর উপহার দিতে চেয়েছিলেন। তিনি কোন কুকুর নেবেন, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল সংবাদমাধ্যমে। শেষ পর্যন্ত জন এফ কেনেডির ভাই প্রয়াত সেনেটর এডওয়ার্ড কেনেডি ওবামা পরিবারকে একটি পর্তুগিজ ওয়াটার ডগ উপহার দেন। সে-ই বো। পরে তার সঙ্গে যোগ দিয়েছে একই প্রজাতির সানি।

বরাবরই পশুপ্রেমী বলে পরিচিত কেনেডি পরিবার। জন এফ কেনেডি প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে ছোটখাটো পশুশালা গড়ে তুলেছিলেন তাঁর স্ত্রী জ্যাকি। আর জন এফ কেনেডির সঙ্গে মেরিলিনের প্রেমও বহুল প্রচারিত।

ওবামা পরিবারের পোষ্য অপহরণের চেষ্টার কাহিনিতে হয়তো ইতিহাসকেও এক বার ফিরে দেখবেন আমেরিকার অনেকে।