English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৫:০২

পাঠানকোটে হামলার ঘটনায় পাকিস্তানের উপর আমেরিকার চাপ

অনলাইন ডেস্ক
পাঠানকোটে হামলার ঘটনায় পাকিস্তানের উপর আমেরিকার চাপ

ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার পর কেটে গেছে আটদিন। এই নৃশংস হামলার পেছনে যারা কলকাঠি নেড়েছে এখনও তারা প্রশাসনের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে আড়ালে থাকা জঙ্গিদের ধরতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল আমেরিকা। কোনভাবেই যেন হামলার পেছনের মূল হোতাদের  আড়াল করার চেষ্টা না হয় সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওবামা প্রশাসন। নয়াদিল্লির দেয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে ইসলামাবাদকে একপ্রকার নির্দেশই দিয়েছে ওয়াশিংটন।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে ওবামা প্রশাসনের চাপে এই হামলার তদন্ত গতিশীল হবে। এর আগে ভারতের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরুর জন্য পাক গোয়েন্দা সংস্থাকে শুক্রবারই  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাক গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই মন্তব্য করেছে ভারতের দেওয়া তথ্য তাদের জন্য যথেষ্ট নয়।এই পরিস্থিতিতে শনিবার ইসলামাবাদকে কঠোর বার্তা পাঠায় মার্কিন পররাস্ট্র মন্ত্রণালয়। তদন্তের কাজে কোনপ্রকার গরিমসি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেয়া হয়।

মার্কিন পরাষ্ট্র দফতরের বার্তায় বলা হয়েছে, দিনের পর দিন পাকিস্তান বলে চলছে পাঠানকোট হামলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।তারা এটাও বলেছে জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে কোনও ভেদাভেদ না করেই পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কথা রাখতে ইসলামাবাদ কী পদক্ষেপ নিচ্ছে, কাজে কথার ফারাক থেকে যাচ্ছে কি না, সেদিকেও নজর রাখবে ওয়াশিংটন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা মুহাম্মদ আসিফ বলেছেন, কোন অবস্থাতেই পাঠানকোট হামলার নেপথ্য কারিগরদের ছাড় দেয়া হবে না। কোনও জঙ্গি সংগঠনই আসন্ন পাক-ভারত পররাস্ট্রসচিব পর্যায়ের বৈঠক বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এরপরও যুক্তরাষ্ট্রের পাশাপাশি জঙ্গী দমনে পাকিস্তানের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ রঞ্জিত রাই।ওয়াশিংটনের হুঁশিয়ারি নিঃসন্দেহে চাপে ফেলেছে পাকিস্তান সরকারকে। তবে বাস্তবে সেটা কতটুকু কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।