English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৩:১৩

পাকিস্তানে বালককে গণধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক
পাকিস্তানে বালককে গণধর্ষণের পর হত্যা

পাকিস্তানে সাত বছর বয়সী এক বালককে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত বাহাওয়ালনগর জেলায় এই ঘটনা ঘটেছ। গত শুক্রবার একটি ক্ষেত থেকে শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

ইসলামাবাদভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়েছে, বালকটি বাবা-মার সাথে মোজা সোদা  নামক একটি বস্তিতে থাকত। সে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর স্থানীয় জনতা শুক্রবার একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।লাশের ময়নাতদন্ত করার পর জানা যায়, শিশুটিকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাহার ফরিদ জানান, কমপক্ষে চারজন এই বালকটিকে ধর্ষণ করেছে। চার ধর্ষকই উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং নেশাগ্রস্ত। তারা বালকটিক ধর্ষণের উদ্দেশ্যে বৃহস্পতিবার অপহরণ করে। তারপর নিজেদের আস্তানায় নিয়ে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করে লাশ একটি ক্ষেতে ফেলে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্ল্যেখ্য গত ২৬ ডিসেম্বর লাহোরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছিল। কিশোরীটি দর্জির দোকানে যাবার সময় নিখোঁজ হয়।