English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৮:২১

আরবে যে কারণে বাড়ছে কুমারীর সংখ্যা

অনলাইন ডেস্ক
আরবে যে কারণে বাড়ছে কুমারীর সংখ্যা
ফাইল ছবি

আরবদেশে বাড়ছে দিনে দিনে কুমারীর সংখ্যা৷ যা নিয়ে চিন্তায় আরব দুনিয়ার প্রশাসন। কারণ, স্ত্রীর মোহরানার টাকা যোগাড় করতে পারছে না সৌদির যুবকরা৷ বাধ্য হয়ে তাই বিয়ের সাধ পুরণ করতে বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন সৌদি যুবকরা। কিন্তু, এসব চুক্তি বিয়ের ৩০ শতাংশও টিকছে না। ফলে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা। যা নিয়ে রীতিমত দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার। সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১০ সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার চারশো ১৮ জনে পৌঁছেছে। চুক্তি বিয়েতে আবদ্ধ ৬০ হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যন পরিচালনা করা হয়। যেখানে প্রায় ১৮ হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এই হিসেবে বিবাহ বিচ্ছেদের হার দাঁড়ায় ৩০ শতাংশে।এর কারণ হিসেবে তিনি বলেন, সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকার পরও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে। কারণ, তারা সরকার নির্ধারিত মোটা অংকের মোহরানা দিতে পারছে না। তিনি আরও জানান, সৌদি বর্তমানে  কুমারীদশায় ভুগছে। সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন।  উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শও দিচ্ছেন৷