English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৩৭

শাহরুখ-আমিরের নিরাপত্তা কমলো যে কারণে

অনলাইন ডেস্ক
শাহরুখ-আমিরের নিরাপত্তা কমলো যে কারণে
ফাইল ছবি

সহিষ্ণুতা বিতর্কের মধ্যে এবার বলিউডের প্রভাবশালী দুই খান শাহরুখ খান ও আমির খানের নিরাপত্তা কমানো হয়েছে। মহারাষ্ট্র সরকারের নির্দেশে তাদের নিরাপত্তা কমানো হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। মুম্বাই পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, একটি বার্ষিক প্রতিবেদন পর্যালোচনার পর তারা দেখেছেন এই মুহূর্তে বলিউডের মোট চল্লিশ জন তারকাকে তারা নিরাপত্তা দেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তাদের মধ্যে ১৫ জন তারকাকেই নিরাপত্তা দিবেন তারা।এরমধ্যে আবার কয়েকজন তারকার নিরাপত্তা ব্যবস্থা কিছুটা কমিয়ে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছেন আমির খান-শাহরুখ খান।

মুম্বাই পুলিশের তরফে আরো জানানো হয়, অসহিষ্ণুতা বিতর্কে এই দুই তারকা মুখ খোলার আগে তাদের দু’জনকে সশস্ত্র কন্সটেবল, একজন সশস্ত্র গার্ড ও সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ একটি গাড়ি ২৪ ঘণ্টার সুরক্ষার জন্যে দেওয়া হয়েছিলো। তবে ভারত নিয়ে বির্তকে জড়ানোর পর এখন থেকে সেই সুরক্ষা ব্যবস্থা আর পাবেন না প্রভাবশালী এ দু’তারকা। তাদের সঙ্গে এখন শুধু ২৪ ঘণ্টা দুজন সশস্ত্র কন্সটেবল থাকবে।

বিশেষজ্ঞ মহলের ধারণা, অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার জেরেই হয়তো এই দুই তারকার নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে আনা হয়েছে।

এদিকে যেসব তারকারা আর কোনো নিরাপত্তা পাবেন না তাদের মধ্যে রয়েছেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারহা খান, করিম মোরানি এবং আরো কয়েকজন। যে ১৫ জন বলিউড তারকা পরিপূর্ণ নিরাপত্তা পাবেন তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, মহেশ ভাট, মুকেশ ভাট, অমিতাভ বচ্চন, দীলিপ কুমার এবং লতা মঙ্গেশকার।