English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৪:২২

ইয়েমেনে মার্কিন গুচ্ছ বোমা ফেলে হামলা করছে সৌদি আরব

অনলাইন ডেস্ক
ইয়েমেনে মার্কিন গুচ্ছ বোমা ফেলে হামলা করছে সৌদি আরব

আমেরিকার তৈরি গুচ্ছ বোমা দিয়ে ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় নির্বিচারে হামলা করছে সৌদি আরব। এ জাতীয় হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ।

এইচআরডব্লিউ বলেছে, সৌদি আরবের কাছে আমেরিকা যে গুচ্ছ বোমা বিক্রি করেছে ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় তা দিয়ে হামলা করেছে রিয়াদ। চলতি মাসের ৬ তারিখে গুচ্ছ বোমা দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। এতে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীর ঘনবসতি এলাকায় গুচ্ছ বোমা দিয়ে নির্বিচারে হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি জোট একাধিকবার এ বোমা ব্যবহার করেছে উল্লেখ করে এতে আরো বলা হয়, নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনে ধ্বংস ডেকে আনার লক্ষ্যেই এ সব বোমা ব্যবহার করা হয়েছে। সৌদি জোটের এ জাতীয় নীতিকে পরিষ্কার ভাষায় যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। একই সঙ্গে এ জাতীয় হামলাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেন এইচআরডব্লিউ’র অস্ত্র সংক্রান্ত পরিচালক স্টিভ গুজ।