English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১১:২১

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ র শুভেচ্ছা দূত হচ্ছেন বিগ বি

অনলাইন ডেস্ক
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ র শুভেচ্ছা দূত হচ্ছেন বিগ বি

বদলে গেল ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে মন্তব্য করায় আমির খান এমনিতেই বিশাল চাপে। এর মাঝেই বুধবারে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া” বা অতুলনীয় ভারতের শুভেচ্ছা দূত হিসেবে তাকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন খবর হল আমির খানের বদলে এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বিগ বি. অমিতাভ বচ্চন। ভারতের পর্যটন মন্ত্রী মহেশ শর্মা বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন। তবে কী অসহিষ্ণুতা মন্তব্যের খেসারত দিলেন মি: পারফেকশনিস্ট?

“অতিথি দেব ভব”-ভারতে পর্যটনের প্রসারে এই স্লোগান নিয়েই মোদী সরকার ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রচার শুরু করে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয় আমির খানকে। কিন্তু দেশজুড়ে চলা ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে  ভারতের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর  আমির খান  মুখ খোলায় অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন মহলে তাই প্রশ্ন উঠছে, আমিরকে সরিয়ে দিয়ে কি ‘মধুর প্রতিশোধ’ নিল মোদী সরকার? যদিও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, “অতিথি দেব ভব” প্রচারে ম্যাককেন ওয়ার্ল্ডওয়াইড এজেন্সির সঙ্গে চুক্তি ছিল কেন্দ্রের। ওই এজেন্সি আমির খানকে নিয়োগ করে। তাদের সঙ্গে আমিরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এতে সরকারের কিছু করণীয় নেই। এর মধ্যে অযথা রাজনীতি খোঁজার কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন মহেশ শর্মা। আমির খানকে নিয়ে আলোচনা শুরু হয় বুধবারই। বুধবার সকালেই তাকে সরিয়ে দেয়ার খবর ছড়িয়ে পড়ে। পর্যটনমন্ত্রী এ খবর মেনে নিলেও গেয়েছিল পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল ইনক্রেডিবল ইন্ডিয়ার দূত থাকছেন আমিরই। যদিও বৃহস্পতিবারই বদলে যায় ছবিটা।

এবার গুজরাট পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরই  ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর । নতুন করে যাতে বিতর্ক তৈরি না হয়, তাই টুইটে সতর্ক  প্রতিক্রিয়া জানিয়েছেন মি: পারফেকশনিস্ট, দশবছর ধরে আমি ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এটা আমার কাছে সম্মানের। দেশের সেবা করতে পেরে আমি খুশি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা না থাকি, ইন্ডিয়া ইনক্রেডিবেলই থাকবে।