English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ২২:০২

আবারো ভূমিকম্প! উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশ

অনলাইন ডেস্ক
আবারো ভূমিকম্প! উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশ
সোমবার ভোরের ৬.৭ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের পর আবারও কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। কম্পনের মাত্রা বেশি না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে অরুণাচলের কুরুং কুমে জেলায় এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার নীচে এই কম্পনের কেন্দ্র ছিল বলে জানা গেছে। সোমবার মণিপুরের তেমেলগং জেলায় ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট এবং মাঝারি মাপের আফটার শক হয়। কিন্তু আজকের ভূমিকম্প আফটার শক নয় তা নিশ্চিত করেছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র প্রধান জে এল গৌতম। তিনি বলেন, এটি একদম নতুন একটি কম্পন। এর সঙ্গে মণিপুরের কম্পনের কোনও সম্পর্ক নেই। এমনিতেই ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি অতি ভূমিকম্পপ্রবণ। অতীতেও বহুবার ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যগুলি। তবে এই মাত্রার ভূমিকম্পের জন্য দুঃশ্চিন্তার কিছু নেই বলে বিজ্ঞানীরা আস্বস্ত করেছেন। সোমবারের ভূমিকম্পের সময় প্যানিকড্ হয়ে বাংলাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে এর চেয়ে বড় মাপের ভূমিকম্প হবার সম্ভাবনা নেই। সূত্র: এই সময়