English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৭

ভবিষ্যত রাজার বিদ্যালয় গমন

অনলাইন ডেস্ক
ভবিষ্যত রাজার বিদ্যালয় গমন

ব্রিটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। একটি মন্টেসরি স্কুলে ভর্তি হবার সুবাদে শিক্ষাজীবনের শুরু হল প্রিন্স চার্লস ও কেট মার্কেড দম্পতির সন্তানের। কিংস্টন প্যালেস সূত্রে জানা গেছে, বুধবার আড়াই বছর বয়সী ভবিষ্যতের রাজাকে নার্সারি শ্রেণীতে ভর্তি করে দেয়া হয়েছে। জর্জ এর বাবা-মা সন্তানের প্রথম বিদ্যালয় গমন উপলক্ষে দুটি ছবি প্রকাশ করেছেন। এতে তাকে নীল জ্যাকেট পরিহিত অবস্থায় স্কুলের বাইরে ব্যাগ কাঁধে পোজ দিতে দেখা যাচ্ছে। জর্জ এর স্কুলটি লন্ডন থেকে ১৮০ কিলেমিটার পূর্বে নরফোক শহরে অবস্থিত। স্কুলেরনাম “ওয়েস্টকেয়ার মন্টেসরি স্কুল”।

রাজপরিবারের ছেলে বলে যে স্কুলের ‘স্পেশাল’ কিছু হয়ে যাবে জর্জ সেরকমটা কিন্তু নয়। ইতোমধ্যেই বিদ্যালয় থেকে বলা হয়েছে অন্যান্য বাচ্চারা যেমন সুযোগ সুবিধা ও যত্ন পায় জর্জকেও তাই দেয়া হবে। এই স্কুলে ভর্তি হবার সুবাদে জর্জ বাবা উইলিয়াম এবং কাকা প্রিন্স হ্যারির পদাঙ্কই অনুসরন করল। কারন তার বাবা-কাকার শিক্ষাজীবনও একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছিল। প্রিন্সেস ডায়নারও মন্টেসরি শিক্ষণের উপর বিশাল অভিজ্ঞতা ছিল এবং তিনি ‘ইয়ং ইংল্যান্ড কিন্ডারগার্টেন, নামক একটি প্রতিষ্ঠানে পার্টটাইম সময় দিতেন। জর্জ জ্ঞানঅর্জনেও ‘রাজত্ব’ করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।