English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৫:০৫

৮ মাত্রার ভূমিকম্পের অপেক্ষায় হিমালয় অঞ্চল!

নিজস্ব প্রতিবেদক
৮ মাত্রার ভূমিকম্পের অপেক্ষায় হিমালয় অঞ্চল!

হিমালয় অঞ্চলে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশংকা করছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা। আজ(বুধবার) ভারতের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, মনিপুরে সোমবারের ভূমিকম্পের প্রেক্ষাপটে এ আশংকা ব্যক্ত করেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা। এ খবরে বলা হয়েছে, ২০১১ সালের সিকিমে ৬.৯ মাত্রার ভূমিকম্পের পর ২০১৬ পর্যন্ত সমগ্র এলাকা জুড়ে আরো ভূমিকম্প হয়েছে। এর মধ্যে গত বছরের মে মাসে নেপালের ৭.৩ এবং এ বছরের মনিপুরের ৬.৭ ভূমিকম্প উল্লেখযোগ্য। এতে ভূ-স্তরের গভীরে ফাটল ধরেছে বলে আশংকা করা হচ্ছে।

এ কারণসহ ভূ-প্রাকৃতিক অন্যান্য আরো কারণে ৮ মাত্রার ভূমিকম্প দেখা দেয়ার আশংকা সৃষ্টি হয়েছে বলে ভারতীয় বিশেষজ্ঞরা আশংকা করছেন।

এ ছাড়া, কলারেডো বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ভূমিকম্পবিদ রজার বিলহ্যামও মনে করেন, বর্তমান ভূ-প্রাকৃতিক পরিস্থিতিতে অন্তত চারটি আট মাত্রার ভূমিকম্প দেখা দিতে পারে। এ জাতীয় ভূকম্পন ঘটতে যত দেরি হবে তাদের ধ্বংস ক্ষমতা ততই বাড়বে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি। এ সব আশংকা সত্যে পরিণত হলে হিমালয় অঞ্চলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।