English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৪:০২

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা জাপানের জন্য বড় হুমকি : অ্যাবে

নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা জাপানের জন্য বড় হুমকি : অ্যাবে
ফাইল ফটো

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়ে একে জাপানের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং পরমাণু বিস্তার রোধ প্রচেষ্টার জন্য ‘বড় ধরনের চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন।  বুধবার সফলভাবে এ পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। অ্যাবে সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, উত্তর কোরিয়া যে পরমাণু পরীক্ষাটি চালিয়েছে তা আমাদের দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং আমরা কিছুতেই তা বরদাস্ত করব না। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার এই পরীক্ষা আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ প্রচেষ্টার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ।

সূত্র : এএফপি।