English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১১:৩১

হাইড্রোজেন বোমার পরীক্ষা করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
হাইড্রোজেন বোমার পরীক্ষা করল উত্তর  কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুংগাই-রি এলাকায় হাইড্রোজেন বোমার পরীক্ষার ফলে ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ইতোপূর্বে পরমাণু পরীক্ষার জন্য ব্যবহৃত হওয়া উত্তর কোরিয়ার একটি কেন্দ্রের কাছাকাছি ভূকম্পন অনুভূত হবার খবর প্রকাশ হওয়ার পর দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল।

বিবিসি বলছে, ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া পুংগাই-রি নামক স্থানে ভূগর্ভে তিন দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পুংগাই-রি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নতুন ভূমিকম্পন শনাক্ত হয়। এটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস এর তথ্যমতে, ভূমিকম্পটি ৫ দশমিক ১ মাত্রার ছিল । অপরদিকে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৪ দশমিক ২ মাত্রার ছিল বলে জানিয়েছে। ভূকম্পনের বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া দাবী করেছিল, ভূমিকম্পটি মানব-সৃষ্ট।  তাদের দাবী উত্তর কোরিয়ার নতুন কোন পরমাণু পরীক্ষার দিকে ইঙ্গিত করছিল।