English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৭

ফের আলোচনায় বৃটিশ বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর

নিজস্ব প্রতিবেদক
ফের আলোচনায় বৃটিশ বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর

ইসলামিক স্টেটে যোগদান প্রসঙ্গে আবার সামনে চলে এসেছে বৃটিশ বাঙালি সিদ্ধার্থ ধরের নাম। সম্প্রতি আইএস কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে,  বৃটিশকে গুলি করে খুন করছে আইএস জঙ্গিরা। যদিও মৃত ৫জনের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে জঙ্গি দলের অন্যতম সদস্য সিদ্ধার্থ ধরের নাম। গোয়েন্দাদের অনুমান এই ঘাতক জঙ্গি মূলত ব্রিটিশ বাঙালি সিদ্ধার্থ ধর।

পূর্ব লন্ডনের বাসিন্দা সিদ্ধার্থ ধর চার সন্তানের জনক। পেশায় ব্যবসায়ী সিদ্ধার্থ জন্মসূত্রে হিন্দু। পরে বেশ কিছুদিন আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। নাম বদলে হয়ে যায় আবু রুমায়াশ। প্রায় দেড় বছর ধরে বৃটিশ পুলিশের নজরে ছিল সিদ্ধার্থ। জেহাদি অভিযোগে একবার তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে জামিনে ছাড়া পেয়ে যায় সিদ্ধার্থ ওরফে আবু রুমায়াশ। 

আইএসের প্রকাশিত ভিডিওটির অডিও প্রথমে শোনানো হয় সিদ্ধার্থর বাড়ির লোকেদের। স্বভাবতই সিদ্ধার্থর এহেন জঙ্গি যোগ নিয়ে হতবাক সকলে। তার বোন কণিকা ধর জানিয়েছেন, অডিও শুনে মনে হয়েছে ওটা সিদ্ধার্থ। তবে, ভিডিওটা দেখার পর একটু সংশয়ে আছি। যদিও সিদ্ধার্থর আইএস যোগদান নিয়ে নিশ্চিত বৃটিশ গোয়েন্দারা।