English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৯

মনিপুরে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ (ছবি)

অনলাইন ডেস্ক
মনিপুরে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ (ছবি)
এভাবেই একটি গাড়ির উপর ভেঙ্গে পড়ে কংক্রিট!

১. ইম্ফলে ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি।

২. ভূমিকম্পে নির্মানাধীণ এই ভবন ধসে যায়।

৩. সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা।

৪. ধসে পড়া ভবন।

৫. আহত-নিহতদের উদ্ধার করছে স্থানীয় জনতা।

৬. ধ্বংসপ্রাপ্ত একটি চার্চ।

৭. ধসে যাওয়া বাড়ি।

৮. ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা।

৯. গৃহহীন-স্বজনহীন অসহায় মানুষ।

১০. আহত এক শিশুকে নিয়ে হাসপাতালে ব্যাস্ততা।

১১. আহতদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

১২. নিজের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে অসহায় গৃহকর্তা।