English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১০:৪৯

চীনে যাত্রীবাহী বাসে আগুন লেগে মৃত ১৪

অনলাইন ডেস্ক
চীনে যাত্রীবাহী বাসে আগুন লেগে মৃত ১৪

চীনের স্বায়ত্বশাসিত নিঙ্গিয়া হুই অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের প্রাণঘাতী বাস দুর্ঘটনার পর চীনা কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। এরপরও মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টার দিকে হিলান কাউন্টির ইচুয়ান শহরের একটি আসবাপপত্রে বাজারের কাছে হঠাৎ করেই ৩০১ নম্বর বাসটিতে আগুন ধরে যায়। বাসের ভেতরে যাত্রীরা আটকা পড়ে যান । যে কারণে হতাহতের ঘটনা ঘটে। রহস্যজনক এই আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।