সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইরানের সঙ্গে

গত শনিবার শিয়া মুসলিমদের ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। তারপর নানান অপ্রিতিকর ঘটনার মধ্যদিয়ে অবশেষে ইরানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো সৌদি আরব। পাশাপাশি ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান বলেছে, সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শীর্ষ শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেয়ার মতো বড় ধরনের ভুল থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে পারবে না। আজ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেন। অবশ্য এরই মধ্যে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে দেশ দুটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শিয়া নেতা শেখ নিমর আল-নিমর এর মৃত্যু দণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তেজনার সেই পারদকে আরেক ধাপ বাড়িয়ে দিলো সৌদি আরব। আবার ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের বলেছেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং এই অঞ্চলে তাদের সন্ত্রাসী কেন্দ্র তৈরি করছে। এর ইতিহাস নেতিবাচক ও আগ্রাসী হস্তক্ষেপ ঘটনা; মৃত্যু ও ধ্বংস দিয়ে পরিপূর্ণ।একারণেই ইরানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব।
এবং দুই দিনের মধ্যে ইরানের কূটনৈতিক মিশন, দূতাবাস, কনসুলেট এবং এই সংক্রান্ত অফিসের সকল কর্মকর্তাকে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গতকাল শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিলো। অন্যদিকে মুসলিম বিশ্বের শক্তিশালী দুই দেশ শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় দেশ দুটিকে শান্ত হবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এভাবে সৌদি আরব মনোযোগ অন্যদিকে সরাতে পারবে না : ইরান
ইরানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবকে উদ্দেশ্য করে ইরান বলেছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শীর্ষ শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেয়ার মতো বড় ধরনের ভুল থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে পারবে না সৌদি আরব। আজ সোমবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেন।
সৌদি আরব শীর্ষ শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালানো হয়। এর জবাবে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় রিয়াদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহাইনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সৌদি আরব বিশ্বকে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি ভুলিয়ে দিতে পারবে না। সৌদি সরকার নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের শিয়া অধ্যুষিত দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। এই ঘটনার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাসহাদ নগরীর একটি কনস্যুলেটে হামলা চালানো হয়।
সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া
সৌদি আরব সম্পর্ক ছিন্ন করার পর ইরান আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ সরকার তার বিশাল ভুল ধামাচাপা দিতে পারবে না। তিনি বলেন, ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদ শহরে কন্স্যুলেট অফিসের সামনে বিক্ষোভের সময় সৌদি আরবের কোনো কূটনীতিকের সামান্য পরিমাণ ক্ষতি হয়নি।
ইরানের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এই প্রথম তেহরানের পক্ষ থেকে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান হচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেছেন, ইরান বিশ্বের অত্যন্ত নিরাপদ একটি দেশ, যেখানে বহু দেশের কূটনীতিক নিরাপত্তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।
ইরানের এ মন্ত্রী বলেন, এবারই যে সৌদি আরব তার কৌশলগত ভুল ও চটজলদি সিদ্ধান্তের মাধ্যমে প্রথম আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে তা নয়। তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে জ্বালানি তেলের দাম কমিয়ে সৌদি আরব তার নিজ দেশের জনগণ ও আঞ্চলিক দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। আমির আব্দুল্লাহিয়ান আরো বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনার সময় সৌদি আরব ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে।
এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলো সৌদি আরবের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এছাড়া, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানো হয়েছে।
সূত্র : বিবিসি, এএফপি, তেহরান রেডিও।