English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১২:০৫

৪৮ ঘন্টা পরও জঙ্গীআক্রান্ত পাঠানকোট : সেনা অভিযান অব্যাহত

অনলাইন ডেস্ক
৪৮ ঘন্টা পরও জঙ্গীআক্রান্ত পাঠানকোট : সেনা অভিযান অব্যাহত

আটচল্লিশ ঘণ্টা পরেও লড়াই থামেনি পাঠানকোট বিমানঘাঁটিতে। লাগাতার অভিযানেও জঙ্গিমুক্ত নয় এয়ারবেস। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, লুকিয়ে থাকা দুই জঙ্গীর মধ্যে একজনকে রবিবার হত্যা করেছে সেনাসদস্যরা। ঘিরে ফেলা হয়েছে অবশিষ্টজনকে। পাঠানকোটের বিমানঘাঁটিতে অব্যাহত আছে সেনা অভিযান। চলছে লড়াই। তবে একাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন বিমানবাহিনীর ছয় সেনানী। শহিদ হয়েছেন এক NSG কমান্ডোও। শনিবারের অভিযানে আহত তিন বায়ুসেনা রবিবার হাসপাতালে মারা যান। এদিকে গোয়েন্দা দপ্তর ফোনে আড়ি পেতে জানতে পেরেছে জঙ্গিদের নেতার নাম নাজির। সে পাকিস্তানের বাহাওয়ালপুরের বাসিন্দা।