English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১১:৩০

আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে জঙ্গী হামলা!

নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে জঙ্গী হামলা!

আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে জঙ্গী হামলা!পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গী হামলার রেশ না কাটতেই রবিবার রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাস! নিরাপত্তারক্ষীদের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারী দুই জঙ্গি নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর রাত পর্যন্ত চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর আফগানিস্থানের মাজার-ই-শরিফ শহরে অবস্থিত ভারতীয় দূতাবাসে ঢোকার চেষ্টা করে চারজন জঙ্গি। ওইসময় জঙ্গিদের বাধা দেয় দূতাবাসে থাকা আইটিবিপি জওয়ান ও আফগান নিরাপত্তারক্ষীরা। প্রায় কুড়ি মিনিট ধরে চলে দুপক্ষের গুলির লড়াই। আইটিবিপি সদস্যদের গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির।আরেক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয়েছেন দূতাবাসের দুই কর্মী। তবে ভারতীয়রা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। প্রথম দফায় ২০ মিনিট ধরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তখনই দুই জঙ্গি নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায়। বাকি দু’জন কনস্যুলেটের পাশেই একটি তিনতলা বাড়ি থেকে রাত পর্যন্ত হামলা চালিয়ে গিয়েছে। স্থানীয় পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে।

দিন কয়েক আগেই আফগান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করে দু’দেশের যোগসূত্র আরও দৃঢ় করার কথাও বলেছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই রবিবারের এই হামলার ঘটনা ঘটল।

দূতাবাসে কর্মরত একজন অফিসার মাঝরাতে সংবাদ সংস্থাকে ফোনে জানান, ‘‘আমরা আক্রান্ত। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে।’’ তার কিছু ক্ষণ পরে আর এক অফিসার বি সরকার নিশ্চিত করেন যে, তাঁরা সবাই

এর আগে আফগানিস্তানে ২০০৮ সালের ৭ জুলাই কাবুলে ভারতীয় দূতাবাসে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৮ জনের। আহত হন ১৪১ জন। ২০১৩-র অগস্টে জঙ্গি আক্রমণের শিকার হতে হয়েছিল ভারতীয় দূতাবাসকে। সে বার আফগানিস্তানের জালালাবাদ শহরে এই হামলায় নিহত হন ন’জন আফগান নাগরিক। তাদের মধ্যে শিশুও ছিল। হেরাটের ভারতীয় কনস্যুলেটেও ২০১৪ সালে জঙ্গি আক্রমণ হয়। জঙ্গি-পুলিশ সংঘর্ষে সে বার মৃত্যু হয় চার জঙ্গির। রবিবার সেই তালিকায় যুক্ত হলো মাজার-ই-শরিফ।