English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১২:১৪

ভূমিকম্পে ভারতের মনিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে ভারতের মনিপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন

সোমবার ভোরের ভূমিকম্পে ভারতের মনিপুর রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌছেছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১০০ জন।  ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিপুরের ইম্ফল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, উৎপত্তিস্থল ইম্ফলে অনেক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন ভবনের দেয়ালও ধসে পড়েছে। দেশটির আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই জানিয়েছেন এসব জায়গার অনেক ভবনে ফাটল ধরেছে। ইম্ফলে নারীদের জনপ্রিয় একটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম বিষয়ক মন্ত্রী রতন খুমুজাম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। 

ভারতের স্থানীয় সময় আজ ভোররাত ৪টা ৩৫ মিনিটে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।  দেশটির আবহাওয়া দফতর জানায়, প্রায় এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের তামেনলং। তবে মনিপুর রাজ্য সরকারের মতে, এর কেন্দ্রস্থল ছিল ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরের তামেনলং এলাকার ননি নামক গ্রামে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আসতে শুরু করেছে। দেশটির বিভিন্ন রাজ্য থেকে ক্ষয়ক্ষতির কথা জানানো হচ্ছে।  মনিপুরের রাজ্যের ইম্ফলে বেশ কিছু ভবনে ফাটল দেখা গিয়েছে। অনেক ভবনের দেয়াল ধসে গেছে। বিভিন্ন এলাকার বেশ কিছু ভবনে ফাঁটল দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ জানিয়েছেন।মণিপুর ছাড়াও দেশটির বিহার, আসাম, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এ ভূমিকম্প অনুভূত হয়।