English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৬:০৯

৩৫ ঘন্টা পর আবারও পাঠানকোটে গোলাগুলি!

৩৫ ঘন্টা পর আবারও পাঠানকোটে গোলাগুলি!

৩৫ ঘণ্টা পরেও পঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে আবারও চলছে সেনা-জঙ্গি বন্দুকযু্দ্ধ। গোলাগুলিতে এখন পর্যন্ত ২ সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঠানকোটের বিমানঘাঁটি যে এখনও পুরোপুরি জঙ্গিমুক্ত নয়, তা আগেই জানিয়ে দিয়েছিলেন ডিআইজি বর্ডার বিজয় প্রতাপ সিংহ। তার দাবি, এখনও পর্যন্ত অন্তত ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বিমানঘাঁটিতে। তাদের জীবিত ধরার চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বায়ুসেনার ঘাঁটির পাশের জঙ্গলে আত্মগোপন করেছে জঙ্গিরা। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সড়ক ও আকাশপথে চলছে নজরদারি। টহল দিচ্ছে ফাইটার হেলিকপ্টার। এদিকে, পাঠানকোট জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিয়েছে এআইএ। আজ সকালে ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনাও সংগ্রহ করেন গোয়েন্দারা।

গতকাল জঙ্গিদের সঙ্গে ১৬ ঘণ্টার গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই শহিদ হন ৩ সেনাসদস্য। এরপর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় আরও ৩ জনের। সকাল সাড়ে সাতটায় তল্লাশি অভিযানের সময় ঝোপে পড়ে থাকা একটি আইইডি বিস্ফোরিত হয়।এতেই মৃত্যু হয় লেফটেন্যান্ট কর্নেলের। সেই বিস্ফোরণের শব্দেই পুনরায় আতঙ্ক ছড়ায়।