English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৭:৩০

পাঠানকোট হামলা:সন্দেহের তীর আইএসআই –এর দিকে

অনলাইন ডেস্ক
পাঠানকোট হামলা:সন্দেহের তীর আইএসআই –এর দিকে

ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল ডিসেম্বরে। এই হামলার পরিকল্পনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সন্দেহের তীর এখন পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই -এর দিকে। ভারতীয় গোয়েন্দাদের দাবী গত ডিসেম্বরেই আইএসআই বৈঠক করে কয়েকটি পাক জঙ্গি সংগঠনের সাথে। লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মহম্মদ, বব্বর খালসা, হিজবুল মুজাহিদীনের মত পাকিস্তানের শীর্ষ জঙ্গি সংগঠনগুলির নেতারা উপস্থিত ছিল সেই বৈঠকে। ঐ বৈঠকেই জম্মু ও কাশ্মীরে সহিংসতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকটি পাক-অধিকৃত কাশ্মীরেই অনুষ্ঠিত হয়।

গোয়েন্দারা আরও জানিয়েছে, হামলাকারী জঙ্গিরা কদিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। গত দু’দিন তারা ভারতে বসেই টেলিফোনে পাকিস্তানে থাকা পরিবারের সাথে কথা বলে। গোয়েন্দাদের দাবী, সরকারকে আগাম সতর্ক করার ফলে বড় কোন সহিংসতা ঘটাতে পারেনি জঙ্গিরা।

বিমানঘাঁটিতে হামলা চালানো ছাড়াও পাঞ্জাবের একটি গুরুদুয়ারা লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। চার জঙ্গি নিহত হলেও এক জঙ্গি এখনো পলাতক। তাকে ধরতে চিরুনী তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। আরও হামলার আশংকায় পাঞ্জাবসহ সারা দেশজুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।