English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৪:১১

পাঞ্জাবের সন্ত্রাসী হামলা মোদীর প্রথম চ্যালেঞ্জ: ওমর আব্দুল্লাহ্

পাঞ্জাবের সন্ত্রাসী হামলা মোদীর প্রথম চ্যালেঞ্জ: ওমর আব্দুল্লাহ্

ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমানঘাটিতে জঙ্গী হামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রথম চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ্। হামলার পরপরই সকালে একটি টুইটে তিনি এ কথা লিখেন। তিনি আরও লিখেন পাকিস্তানী কূটচাল সামলানো এখন মোদীর জন্য চ্যালেঞ্জ।

অপর একটি টুইটে তিনি লিখেন “বিজেপি সরকার এখন “সন্ত্রাস এবং সংলাপ একসাথে চলতে পারে না” নীতি এবং ইন্দো-পাক আলেচনা থেকে সরে এসেছে!

শনিবার ভোরে ছয়জন জঙ্গী সশস্ত্র হামলা চালায় পাঠানকোট বিমানঘাটিতে । ব্যাপক বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী এবং তিনজন সেনা নিহত হয়। সেনা অভিযান চলার সময়ই দুপুরের দিকে আবার হামলার ঘটনার ঘটে।