English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৩:১৮
ভারতের পাঠানকোটে বিমানঘাঁটিতে জঙ্গী হামলা

নিহতের সংখ্যা বেড়ে ৭

অনলাইন ডেস্ক
নিহতের সংখ্যা বেড়ে ৭
ছবিসূত্র : ইন্টারনেট

ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে আজ শনিবার ভোরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এনডিটিভির খবর অনুযায়ৗ এপর্যন্ত চারজন হামলাকারী ও তিনজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বিমানঘাঁটি থেকে কিছুটা দূরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় চলছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। 

নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলা চালিয়েছে বলে ভারত সন্দেহ করছে। এদিকে সর্বশেষ জানা গেছে হামলার  ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীতে জরুরী বৈঠক ডেকেছেন। পাঠানকোট-জম্মু হাইওয়েতে হাই-এলার্ট জারি করা হয়েছে।

পাকিস্তান সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা হয়। ভোর চারটার দিকে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়। এনডিটিভির খবরে বলা হয়েছে, অন্তত ছয়জন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়। তারা সেনাবাহিনীর পোশাকে এসেছিলেন। তাদের ‘নিষ্ক্রিয়’ করতে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। হামলায় ব্যাবহারের জন্য সন্ত্রাসীরা গুরুদাসপুরের সাবেক পুলিশ সুপারিনটেন্ডেন্ট সালভিন্দর সিং এর একটি গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে বলে এনডিটিভি জানিয়েছে। শুক্রবার রাতে পাঠানকোট-জম্মু সড়ক থেকে সেনাবাহিনীর পোশাক পরা জঙ্গিরা সালভিন্দর ও তার দুই সহযোগীসহ গাড়িটি অপহরণ করে। পরে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও সালভিন্দরের মোবাইল ফোন ও গাড়িটি জঙ্গিরা রেখে দেয়। সালভিন্দরের ফোন দিয়েই হামলাকারীরা পাকিস্তানে তাদের ‘নিয়ন্ত্রণকারী’র সঙ্গে যোগাযোগ করে।

ঘটনার এত সময় পরও থেকে থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলি।