English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ১৭:১৪

ভারতের দাদরিতে আখলাকের ফ্রিজে গোমাংস ছিলো না

নিজস্ব প্রতিবেদক
ভারতের দাদরিতে আখলাকের ফ্রিজে গোমাংস ছিলো না

ভারতের দাদরিতে আখলাকের বাড়ির ফ্রিজে যে মাংস পাওয়া গেছে সেটা গরুর মাংস নয়, ছাগলের মাংস। সোমবার উত্তর-প্রদেশের চিফ ভেটেনারি অফিসার যে রিপোর্ট পেশ করেছেন তাতে একথা উল্লেখ করা হয়েছে। দাদরিতে গরুর মাংস খেয়েছে এই অভিযোগে খুন করা হয়েছিল আখলাক নামের ওই ব্যক্তিকে।

গত ২৩ ডিসেম্বর গৌতমবুদ্ধনগর পুলিশ ১৫ জনের নাম উল্লেখ করে চার্জশিট প্রদান করে। তার এক সপ্তাহ পর এই রিপোর্ট সামনে এল। ১৫ জনের মধ্যে রয়েছে এক নাবালকও। কিন্তু এই চার্জশিটে গরুর মাংসের কোনও উল্লেখ নেই। কিছুদিনের মধ্যে এই মামলার অ্যাডিশনাল চার্জশিট পেশ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার অনুরাগ সিং। তাতে থাকবে আরও কয়েকটি নতুন নাম। আখলাকের মেয়ের জবানবন্দি থেকে কিছু নাম পাওয়া গেছে। এদিকে, পলাতক থাকার পর সোমবার দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার দিন আখলাকের বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে খুন করা হয়। তাদের ফ্রিজে কয়েক টুকরো মাংস পাওয়া যায়। যা গরুর মাংস বলে দাবি করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় আখলাককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উত্তরপ্রদেশে গোহত্যা নিষিদ্ধ।