English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০

বিন লাদেনের সাবেক দেহরক্ষীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বিন লাদেনের সাবেক দেহরক্ষীর মৃত্যু
আল-বাহরি

দীর্ঘ রোগভোগের পর ইয়েমেনে মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি। আবু জান্দাল নামে পরিচিতি আল-বাহরি শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন,  আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।

ইয়েমেনের নাগরিক আল-বাহরি, গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাবার পর ২০০৮ সালে নিজের দেশে ফিরে আসেন।

নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর ক্ষেত্রে আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান।

ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে ২০১০ সালে  এক সাক্ষাৎকারে আল-বাহরি সতর্কবাণী দিয়েছিলেন।