English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৬:৫৩

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনা: সুষমা

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনা: সুষমা

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয় বরং আলোচনাই পারে সন্ত্রাসবাদ নির্মুল করতে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার ভারতের লক সাবধায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়গুলোতে ভারতে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে আলোচনাও ভেস্তে যায় শর্তারোপের জেরে।

দুদেশের কূটনৈতিক সম্পর্কের চলমান এ টানাপোড়েনের মাঝেই সুষমার বক্তব্য আনেকটাই আশ্বস্ত করেছে বিশ্বকে।

সুষমা বলেন, “সন্ত্রাসের শেষ দেখতে আমরা আলোচনার কথা বলেছিলাম। যার ফলশ্রুতিতে ব্যাংককে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু একটি আলোচনা এ সমস্যা সমাধানে যথেষ্ট নয়। তাই আমরা আলোচনা চালিয়ে যাবো।”

সন্ত্রাস মোকাবেলায় আমেরিকা ওসামা বিন লাদেনের ক্ষেত্রে যেমনটি করেছিলো এমন কোন পদক্ষেপের পরিকল্পনা আছে কিনা, বিজেপি সদস্য গনেশ সিংয়ের এমন প্রশ্নের জবাবে সুষমা এসব কথা বলেন।

এ সময় তিনি সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া এবং ফ্রান্সে অনুষ্ঠিত দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথাও উল্লেখ করেন।

 

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে