English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ২২:২৩

বিমানে বসে দেখা যাবে পুরো আকাশ!

টিডিপি ডেস্ক
বিমানে বসে দেখা যাবে পুরো আকাশ!
বিমানে বসে আর ছোট্ট জানালা দিয়ে আকাশ দেখার দিন ফুরোল। এবার অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে চারপাশ দেখা যাবে। বিশেষ টেকনোলজির মাধ্যমে বিমানে এমন এক কাচের কেবিন তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আকাশপথে ৩৬০ ডিগ্রি দেখা যাবে।
এই অসম্ভবকে সম্ভব করেছে উইন্ডস্প্রেড টেকনোলজি। একটি বিশেষ প্লাটফর্ম তৈরি করা হয়েছে  বিমানে । বিমানের মাথায় রয়েছে একটি কাচের কেবিন। যেখানে আছে দুজনের বসার জায়গা। বিমান থেকে এই প্লাটফর্মে পৌঁছতে হবে সিঁড়ি কিংবা লিফট দিয়ে।

ওয়াশিংটনের কোম্পানি এই বিমান তৈরি করতে সময় নিয়েছে মাত্র এক বছর।  আকাশপথে যাওয়ার সময়ে জাগতিক দৃশ্য অনুভব করতে চাইলে এমন বিমানে চড়তে হবে।