English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৫ ১০:১৩

নিমিষেই মুন্ডুপাত! আরেকটি নারকীয় হত্যকান্ডের ভিডিও ফুটেজ প্রকাশ আইএসের

অনলাইন ডেস্ক
নিমিষেই মুন্ডুপাত! আরেকটি নারকীয় হত্যকান্ডের ভিডিও ফুটেজ প্রকাশ আইএসের

কমলা  রঙের জ্যাকেট গায়ে দাড়ানো এক যুবক। ডান হাতে তার চকচকে ধারালো ছুরি। সামনে হাঁটু ভাঁজ করে নত মস্তুকে বসে আছে আরেকজন। দাড়ানো যুবকের ছুরির আঘাতে নিমিষেই ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গেল বসে থাকা যুবকটির। ফিনকি দিয়ে ছড়িয়ে গেল রক্ত। আরেকটি নারকীয় খুনের আল্পনা দেখল পৃথিবী। এ হত্যার উত্তরাধিকারী ঘাতকচক্র আইএস।

অতিসম্প্রতি হত্যাযজ্ঞের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা। তারপর  নারকীয় আরেকটি হত্যাকান্ডের সাক্ষী হয়ে থাকল পৃথিবী।

আইএসের  বার্তায় জানানো হয়, নিহত ব্যক্তিটি সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার গোয়েন্দা। আইএসের ঘাঁটির খবর জানতেই তাঁকে নিযুক্ত করা হয়। সম্প্রতি আইএস নিধনে সিরিয়ার পাশে দাড়িয়েছে রাশিয়া। আইএসের অস্তিত্য পুরোপুরি  আইএসকে সম্পূর্ণ ধ্বংস করতে সিরিয়ায় হানা দেয় মস্কো। রাশিয়াকে পাল্টা চাপে রাখতেই প্রকাশ্যে খুনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/জামা