মস্তিষ্কের যে বিপদ ঘটায় পর্ণ!

কৌতূহল চেপে রাখতে না পেরে আজকাল অনেকে ফেসবুক বা অন্য কোন সোশ্যাল সাইট থেকে পর্ন সাইটে চলে যান। ইন্টারনেটের প্রসার পর্ন জগতে প্রবেশের সুযোগও বাড়িয়ে দিচ্ছে এটির ব্যবহারকারীদের। তথ্য-প্রযুক্তির প্রসার ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়।
স্মার্টফোন অথবা ল্যাপটপ থেকে একটি ক্লিকেই প্রবেশ করতে পারেন নেট দুনিয়ায়। আর নানা রকম চটকদার ছবি ও বিজ্ঞাপণের প্রভাবে সহজেই প্রবেশ করছেন নীল ছবির জগতে। কিন্তু এর মাধ্যমে আপনি নিজের সবচেয়ে ভয়ানক ক্ষতিটি নিজেই করছেন। যে পর্ন ভিডিও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে আপনার মস্তিষ্কের জন্য। এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পর্ন ভিডিও দেখেন তাদের মস্তিষ্কের আকার ধীরে ধীরে সাধারণ পুরুষদের মস্তিষ্কের চেয়ে ছোট হয়ে যায়। জার্মান সাইকিয়াট্রি জার্নালে এক স্টাডির রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকগণ তাদের সাধারণ পুরুষদের ব্রেনের সাথে পর্ণ ছবি দেখে অভ্যস্ত পুরুষদের ব্রেনের তুলনা করে এমন রিপোর্ট প্রকাশ করেছেন।
তাদের মতে, ষ্ট্রিয়াটোম নামের এক ধরণের সেনসিটিভ বিকল্প থিওরি পর্নগ্রাফিতে আসক্তি তৈরি করে। এটিই মূলত পর্নগ্রাফিতে আসক্ত ওইসকল পুরুষদের ব্রেইন আকারে পরিবর্তন এনে থাকে।
বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনিষ্টিটিউটের ড. সাইমন কোহন তার অনুসারীরা জার্মানির চারিতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদল প্রায় ৬৪ জন সুস্থ সুঠাম দেহের পুরুষ যাদের বয়স ২১ থেকে ৪৫ এর মধ্যে, তাদের উপর গবেষণা কার্যক্রম চালিয়ে প্রাথমিক তথ্যে উপনীত হয়েছেন, তারা দেখতে পেয়েছেন, সুস্থ সুঠাম দেহের পুরুষদের ব্রেনের তুলনায় যারা পর্ণ ছবিতে আসক্ত, তাদের ব্রেনের আকার ছোট হয়ে আসে।
স্মার্টফোনে পর্ন দেখলে সম্ভাব্য বিপদগুলো হলো-
* অনেক ধরণের ম্যালিসিয়াস সফটওয়্যার রয়েছে যা স্মার্টফোন লক করে দেয়। আর এই লক খুলতে টাকা চাওয়া হয়। পর্ন সাইটগুলোতে ভেসে ওঠা কিছু পপ-আপে টাচ করতেই মোবাইল লক হয়ে যেতে পারে। অনলাইনে টাকা দিলে তারপরেই এটি খোলা যায়। অনেক সময়ে টাকা দিলেও খোলা যায় না।
* চাইল্ড-পর্ন দেখা আইনত অপরাধ। অনেক সময়ে অনিচ্ছাকৃতভাবেই খুলে যেতে পারে চাইল্ড-পর্ন সাইট। আর এক্ষেত্রে হ্যাকাররা স্মার্টফোন ব্যবহারকারীকে আইনি জটিলতায় ফেলে দিতে পারে কিংবা সেই ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে পারে।
* হ্যাকারদের বড় ফাঁদ হল পর্ন সাইট। যারা নিয়মিত পর্ন দেখতে অভ্যস্ত তাদের বিভিন্ন সাইটের বিজ্ঞাপন দেখিয়ে সেখানে ঢুকতে প্রলুব্ধ করে হ্যাকাররা। আর ওই সাইটগুলোতে ঢুকলেই সহজেই চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।
* পর্ন সাইটে ঢুকলে শুধু বিজ্ঞাপনই নয়, বিভিন্ন অ্যাপ ডাউনলোড বা আপডেটের লোভ দেখিয়ে আপনাকে বোকা বানানো হতে পারে। আর এই ফাঁদে পা দিলেও বেহাত হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্যগুলো।