English Version
আপডেট : ২২ জুন, ২০২৩ ১৫:২৩

মুম্বাইয়ে অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ে অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

ভারতের মুম্বাইয়ে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের একটি অনুষ্ঠানে তৃণমূল থেকে উঠে আসা সফল নারী হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা। অভিনয় জগতে সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে তাকে। গত ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

জানা গেছে, ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দিয়ে আসছে মুক্তি ফাউন্ডেশন। তাদেরই উদ্যেগে এই আয়োজন।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অ্যাওয়ার্ড গ্রহণের পর এরইমধ্যে দেশে ফিরেছেন বর্ষা। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী: দ্য লিডার’ নামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল।