English Version
আপডেট : ২৭ মে, ২০২৩ ০২:০০

নায়ক বদলে সফল বুবলী

অনলাইন ডেস্ক
নায়ক বদলে সফল বুবলী

গত ঈদের শাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গে সফল হয়েছেন চিত্র নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের সময়টা খুব বেশি দিনের না হলেও আপন মহিমার আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শুধু সৌন্দর্যই নয়, অভিনয়েও মুগ্ধ করে চলেছেন কোটি দর্শকের হৃদয়। শুরু থেকেই সমান তালে এগিয়ে চলছেন লক্ষ্যপানে। কোনো বাধাবিঘ্নই যেন তার গতিরোধ করতে পারছে না। সাত বছরের ক্যারিয়ারে তাকে নিয়ে আলোচনা যেমন হয়েছে তেমনই সমালোচনাও কম হয়নি। তবে কোনো কিছুতেই ভেঙে পড়েননি এই নায়িকা। বরং কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে স্বদর্পে এগিয়ে চলছেন আপন মনে। সেই সঙ্গে সমস্ত ভয়-ডরকে উপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি গণমাধ্যমেও সুস্পষ্ট মন্তব্য করতে বিন্দুমাত্র ঠোঁট কাঁপছে না তার।

সংবাদ উপস্থাপনা থেকে হঠাৎ করে সিনেমায় আসলেও বুবলীর যাত্রাটা ছিল মসৃণ। অনায়াসেই ভাগ্যলক্ষ্মী ধরা দেয়। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বুবলী। আত্মপ্রকাশ, অভিষেক এমনকি ক্যারিয়ারের উত্থানও হয় শাকিবের নায়িকা হয়ে। প্র্রথম তিন বছরে প্রায় ডজনখানেক সিনেমায় তাকে দেখা যায় শাকিবের বিপরীতে। যার মাধ্যমে ক্যারিয়ারে সফলতা সেই শাকিব খানের সঙ্গেই এখন চলছে তার চরম দ্বন্দ্ব। এক সময়ের শোবিজের আলোচিত ইস্যু শাকিব-বুবলী প্রসঙ্গ। তাদের প্রেম-বিয়ে-সন্তান নেওয়া এমন নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার জোয়ার আসে কদিন পরপরই। আর সেই জোয়ারের পেছনে ভূমিকা রাখেন তারা নিজেরাই। তারই ধারাবাহিকতায় ব্যক্তিগত বিষয় নিয়ে ফের সরব হয়ে ওঠেছেন এই দুই তারকা। জমে উঠেছে তাদের কথার লড়াই। একজন কিছু বলছেন তো আরেকজন সেটার পাল্টা জবাব দিচ্ছেন।

এবারের কিস্তি শুরু হয়েছে শাকিব খানের দেওয়া এক সাক্ষাৎকার থেকে। গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিব স্পষ্ট ভাষায় জানালেন, বুবলী এখন তাঁর জীবনের অতীত। তাদের একসঙ্গে আর কখনো দেখা যাবে না। সিনেমার পর্দায় তো নয়-ই, বাস্তবেও নয়। এরপরই শাকিব-বুবলীর দাম্পত্য ইস্যু ফের নেটিজেনদের চর্চার খোরাক জোগানো শুরু করে। এদিকে শাকিবের বৈরী রূপ দেখে বিস্ময় প্রকাশ করে ফেসবুকে বুবলী লিখেছেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেনÑ নাকি মাঝে মধ্যে অজ্ঞানেও কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছু দিন পরপর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবী, হচ্ছেটা কী!’ সম্প্রতি শাকিব খানের বেশ কিছু অভিযোগের জবাবে বুবলী জানান, সম্পর্ক-বিয়ে-সন্তান পবিত্র হলেও সংসার করতে চাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। তাদের আলাদা বসবাস সেপারেটেড নাকি ডিভোর্স কোনটাই সঠিক করে বলতে পারছেন না তিনি। শাকিবকে ইমোশনালি ব্ল্যাকমেল করা নিয়েও মন্তব্য এই নয়িকার। পাশাপাশি ফ্ল্যাট ও গাড়ি নিয়ে শাকিবের করা অভিযোগ বুবলী জানান, আগে সংবাদ উপস্থাপনা, পরে সিনেমায় অভিনয়, বিজ্ঞাপনচিত্রে কাজ, কালচারাল নানা প্রোগ্রাম, বিভিন্ন ওপেনিং শো বাবদ সম্মানি ব্যাংক লোন আর পরিবারের সাহায্য নিয়ে এসব তিনি করেছেন। ঈদের দিন জোর করে শাকিবের বাসায় গিয়ে উঠা এবং তাকে নিয়ে সিনক্রিয়েট করাকে অস্বীকার করেন। সেই সঙ্গে মানহানির অপরাধে আইনের আশ্রয়ের হুমকি দেন।

মাত্র ৭ বছরের ক্যারিয়ার বুবলীর। শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বুবলী। বিশেষ করে ২০২১ সাল পর্যন্ত সাফল্যের শীর্ষে ছিল বুবলী অভিনীত ১০টি সিনেমা। তার সাফল্যের পেছনে শাকিব খানেরও যে বিশাল অবদান রয়েছে, সে কথাও গর্বের সঙ্গে সবাইকে জানান বুবলী। কারণ বুবলী অভিনীত সবগুলো সিনেমার নায়ক ছিলেন শাকিব খান। আবার অন্য নায়কের বিপরীতে দেখা না যাওয়ায় সমালোচকরা মন্তব্য করতেন শাকিব ছাড়া অচল বুবলী। এমনকি এই দুই তারকাকে নিয়ে প্রেমের গুঞ্জনও জোরদার হয় সিনে পাড়ায়। শুধু তাই নয়, গোপনে বিয়ে করেছেন শাকিব ও বুবলীÑ এমন খবরও চাউর হয় বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যেই ২০২০ সালে হঠাৎ করেই ‘উধাও’ হয়ে যান শবনম বুবলী। এর মধ্যে হঠাৎ করেই চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় কাজ করে সমালোচকদের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। শাকিব ছাড়া একে একে নিজেকে প্রমাণ করেন সময়ের আলোচিত নায়কদের বিপরীতে। রোশান, সিয়াম আহমেদ, আদর আজাদের মতো তরুণদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। শক্ত করেন পায়ের তলার মাটি। প্রথম দিকে কেবল বাণিজ্যিক ঘরানার সিনেমায় দেখা গেলেও এখন গল্প ও চরিত্রনির্ভর সিনেমাতে অভিনয় করছেন।রুপালি পর্দার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন এই অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মেও সুনাম রয়েছে তার। ‘টান’ নামের একটি ওয়েবফিল্মে সিয়ামের বিপরীতে পোশাক শ্রমিকের চরিত্রে বুবলীর অভিনয় দর্শকের হৃদয়ে গেঁথে আছে। এবারের রোজার ঈদে বুবলীর মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’-এ অভিনয় করেও প্রশংসার ধারা অব্যাহত রেখেছেন তিনি।

বুবলী বলেন, ‘সত্যি বলতে কী এটা আমার পরম সৌভাগ্য যে শুরু থেকেই আমি দর্শকের ভালোবাসা পেয়ে আসছি। দর্শক আমার সিনেমার অভিষেকের শুরুতে যেভাবে গ্রহণ করেছে পরবর্তী সময়ে একের পর এক সিনেমা মুক্তির সময়েও দর্শক আমার পাশে ছিলেন, তারা আমার অভিনীত সিনেমা দেখতে হলমুখী হয়েছেন। একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এত ভালোবাসা তার ভীষণ মূল্যায়ন করি আমি। কারণ দর্শকের কারণেই আমি আজকের বুবলী। আর যে মানুষটির প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শাকিব খান। তার কারণে সিনেমায় আমার আসা। তার সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি। আমার নিজের অনেক চেষ্টা ছিল, সবার সহযোগিতা ছিল। যে কারণে আজকের এই অবস্থানে আমি। আগামীতে আরও অনেক ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে চাই। আশা করছি সবাই পাশে থাকবেন।’

বুবলী অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমায় বুবলীর নায়ক ছোটপর্দার আলোচিত অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ ও চয়নিকার সঙ্গে বুবলীর এটি প্রথম কাজ। এছাড়া চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। এতে বুবলীর চরিত্রের নাম জরি। বুবলী বলেন, এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। জরি চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।’ জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় শুটিং করেন বুবলী। এ সিনেমায় বুবলীর নায়ক রোশান।