English Version
আপডেট : ৯ মে, ২০২৩ ০৬:৩৩

সাধারণ নয়, উচ্চ পর্যায়ের মাদক গ্রহণ করে নোবেল: সালসাবিল

অনলাইন ডেস্ক
সাধারণ নয়, উচ্চ পর্যায়ের মাদক গ্রহণ করে নোবেল: সালসাবিল

বার বার নিষেধ করা সত্ত্বেও মাদক থেকে বের হতে পারেননি সংগীতশিল্পী নোবেল। তাই বাধ্য হয়েই নোবেলের সঙ্গে দিন চারেক আগে বিয়ে বিচ্ছেদ করেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। ত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে অভিযোগ তুলেছিলেন, নোবেলের মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে।

এমন অভিযোগের পরদিন ফেসবুকে আরেক স্ট্যাটাসে জানান সালসাবিল জানান, ক্ষমতাধর ড্রাগ মাফিয়ারা তাকে গুমের হুমকি দিয়েছেন। এইসব বিষয় নিয়ে জনপ্রিয় এক টিভি চ্যানেলের সঙ্গে আলাপ করেছেন নোবেলের সদ্য প্রাক্তন স্ত্রী সালসাবিল।

নোবেলের মাদক গ্রহণ নিয়ে তিনি বলেন, ‘সাধারণ পর্যায়ের যে মাদকগুলো, এগুলোর চেয়ে অনেক উচ্চ পর্যায়ের যে মাদকগুলো, সেগুলোই সে গ্রহণ করে, আর এটার জন্যেই আজকের এই পরিস্থিতি। যদি সাধারণ পর্যায়ে থাকত, তাহলে হয়তো টুকটাক মাতলামি, এর বাইরে কিছু যেত না। কিন্তু অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, তার জন্যই আজকের এই পরিস্থিতি।’

আর এই উচ্চ পর্যায়ের মাদক সরবরাহের সঙ্গে যুক্তদের নিয়ে সালসাবিল বলেন, ‘উচ্চ পর্যায়ের এই মাদকগুলো যখন পাওয়া যায় বা কেউ লাগাতার পাচ্ছে, তো অবশ্যই এর পেছনে খুব ক্ষমতাশীল চক্র এটার সঙ্গে জড়িত আছে। এটার জন্যেই আমি একটার পর একটা কল অথবা থ্রেট এই জিনিসগুলো আমি ফেস করছি বা এখন আতঙ্কিত।’

শুধু নোবেল নয়, নোবেলের মত বহু যুবককে মাদকাশক্ত করছে এই ক্ষমতাশীল চক্র; এমনটাই মন্তব্য সালসাবিলের।

তিনি বলেন, ‘শুধু নোবেল কেন, নোবেলকে মানুষ চেনে তার জন্যে সামনে এসেছে, বা আমি কথা বলছি তার জন্যে সামনে এসেছে। কিন্তু নোবেল ছাড়াও এরকম হাজার হাজার যুবক যারা আছে তাদেরওতো গিনিপিক বানানো হচ্ছে।

‘মানুষ এখানে বলবে আমি চাইলে আমিও তো মাদক পাই, আমি কেন মাদকাশক্ত না, ও কেন হলো। এর জন্যে অবশ্যই তো নোবেলের দোষ আছে বা যে যুবকগুলো আশক্ত হয়ে যাচ্ছে তাদের অবশ্যই দোষ আছে, কিন্তু তাছাড়াও তো একটা চক্রের এখানে অবদান আছে।’